দেশজুড়ে

সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

সাতক্ষীরার সদর উপজেলায় বাসের ধাক্কায় আজমীর হোসেন (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের ছয়ঘরিয়া বাবুলিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমীর হোসেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা আজমীর হোসেন। মহাসড়কের ছয়ঘরিয়া বাবুলিয়া মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি পরিবহন তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের কেউ ঘটনাস্থলে না পৌঁছায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটি জব্দ করা যায়নি।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম