নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
সোমবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আফাজিয়া বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে মুদি, ওষুধ ও খাবারের দোকানসহ ১৩ দোকান ভস্মীভূত হয়। ধারণা করা হচ্ছে মহিনের তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম