দেশজুড়ে

নারায়ণগঞ্জে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২

নারায়ণগঞ্জের বন্দরে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেওয়ানবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন মারা যাওয়ার খবর পেয়েছি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরএইচ/এএসএম