দেশজুড়ে

পাঁচবিবিতে মিলল ২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি

জয়পুরহাটের পাঁচবিবিতে ২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার তুলশীগঙ্গা নদী থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তুলশীগঙ্গা নদীর উপর নির্মাণাধীন ব্রিজের মাটি খননের সময় শ্রমিকরা মূর্তিটি দেখতে পান। পরে প্রশাসনকে খবর দিলে তারা মূর্তিটি উদ্ধার করে নিয়ে যান। এর ওজন প্রায় ২৫ কেজি।

এ বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরমান হোসেন বলেন, তুলশীগঙ্গা নদী থেকে একটি মূর্তি উদ্ধার করে জেলা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

রাশেদুজ্জামান/আরএইচ/এএসএম