সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের সেবা দিতে অনেকেই গাইড হিসেবে কাজ করছেন। তাদের নিয়ে গঠিত ‘ট্যুর গাইড অ্যাসোসিয়েশন’ সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।
‘ব্যবসা নয় পর্যটকদের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য’ শ্লোগানে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় হোটেল কুয়াকাটা ইনের হল রুমে সাধারণ সভা করে এ কমিটির ঘোষণা করা হয়।
সভায় আন্ধারমানিক ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক কে এম বাচ্চুকে সভাপতি ও বিডি ভিউ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শামিম হোসেন রেজাকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কেএম বাচ্চু বলেন, ব্যবসাকে নয় সেবাকে প্রাধান্য দিয়ে পথ চলতে চাই। কুয়াকাটায় আসা সব পর্যটকের সেবা ও পরিপূর্ণ গাইড দেয়া আমাদের প্রধান দায়িত্ব।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার বলেন, কুয়াকাটায় আসা সব পর্যটকের সেবা নিশ্চিত করতেই এই কমিটি গঠন করা হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের ইনচার্জ বদরুল আলম, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ দেওয়ানসহ আরও অনেকে।
এএইচ/এমকেএইচ