নরসিংদীর রায়পুরায় পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে আদিয়াবাদ এলাকা থেকে ওই কিশোরকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর তার মেয়েকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যায় দূর সম্পর্কের মামাতো ভাই। পরে বাড়ির অদূরের একটি পরিত্যক্ত মুরগির খামারে নিয়ে ওই কিশোরসহ পাঁচজন মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। মেয়ের দুরবস্থার কথা গোপন করার চেষ্টা করেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত এক কিশোরকে আটক করে।
রায়পুরা থানার পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, মেয়েটির সঙ্গে আটক কিশোরের প্রেমের সম্পর্ক রয়েছে কিনা তা পুলিশ তদন্ত করবে। মামলার প্রস্তুতি চলছে। অন্যদের আটকে পুলিশের অভিযান চলছে।
সঞ্জিত সাহা/এসজে/এমকেএইচ