কুষ্টিয়ার দৌলতপুরে জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুর একটার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হল- সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭)। সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদারের মেয়ে।
চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আহমেদ বলেন, বৃষ্টির পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে দুই শিশু পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে গেলে তাদের মৃত ঘোষণা করেন।
আল-মামুন সাগর/আরএইচ/এমএস