নোয়াখালীর চাটখিলে মো. ইবরাহিম (৩৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ আগস্ট) ভোরে পুলিশের বিশেষ অভিযানে চাটখিলের পশ্চিম নোয়াখলা গ্রামের মনির হোসেন মনুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৮ ক্যান বিদেশি বিয়ার ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার ইবরাহিম সুবর্ণচর উপজেলার চরমহিউদ্দিন গ্রামের আবদুল মালেকের ছেলে।
একই দিন পৃথক অভিযানে সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. হানিফ প্রকাশ রিয়াদকে (২২) ৩০ পিস ইয়াবাসহ ভাওর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন জাগো নিউজকে জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম