বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এসএম মো. তৌফিকুল্লাহ (৩২) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। এ সময় তার মা নাজমা বেগম (৫৫) আহত হয়েছেন।
শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর রানীর হাটমোড় নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌফিকুল্লাহ পাবনার সাঁথিয়া উপজেলার সরিষা গ্রামের এসএম সানাউল্লাহ মিয়ার ছেলে। তিনি ঢাকায় পেট্রোবাংলায় প্রকৌশলী পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ জানান, বগুড়ায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন প্রকৌশলী ও তার মা। শুক্রবার সকালের দিকে মাইক্রোবাসযোগে ঢাকা ফিরছিলেন তারা। পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর রানীরহাটমোড়ে পৌঁছালে তাদের বহনকারী মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ঢাকাগামী মালবাহী ট্রাকের পেছনে ওই মাইক্রোবাসের ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
এসআই আরও জানান, মাইক্রোবাসে থাকা প্রকৌশলী এসএম মো. তৌফিকুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। তার মা নাজমা বেগমও গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
এসজে/এমএস