দেশজুড়ে

নোয়াখালীতে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে ১২ জুয়াডিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ এক লাখ ৬৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে সোনাইমুড়ী উপজেলার ৪নং বরগাঁও ইউনিয়নের ভাবিয়াপাড়া এলাকায় জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার দুপুরে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন, সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা মো. মোস্তফা কামাল, তাজুল ইসলাম, নুরনবী বশু, সালা উদ্দিন, মজিব উল্যাহ সোহাগ, মো. শামীম, আবদুল গফুর, জাফর উল্যাহ, সাখাওয়াত হোসেন, জয়নাল আবেদীন ও আজিজুর রহমান।

স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্নস্থান থেকে প্রতিদিন জুয়াড়িরা মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা যোগে এখানে জুয়ার আসর বসান। তবে দিনের চেয়ে রাতে জুয়া খেলতে বেশি লোক আসে। জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও অনৈতিক কার্যক্রম হয়ে থাকে বলেও জানান তারা।

নোয়াখালী জেলা গোয়োন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম