নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া দুই দিন বয়সী সেই নবজাতককে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহাজিরহাট এলাকার সোবহান মুন্সি বাড়ির আলী আহমদের ঘর থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এসময় সম্পৃক্ত থাকার অভিযোগে প্রাইভেট হাসপাতাল নামে একটি ক্লিনিকের ম্যানেজার জুলফিকার হায়দার সোহেলকে (৪০) আটক করে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়। সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে অত্যন্ত খুশি নবজাতকের বাবা-মা। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারা।
শিশুটির বাবা আবদুল মালেক ও মা জুলেখা বেগম সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, সোমবার (১৬ আগস্ট) নোয়াখালী জেলারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয়। পরে বুধবার (১৮ আগস্ট) শিশুটির মা তাকে বেডে রেখে টয়লেটে যান। এসে দেখেন তার সন্তান বেডে নেই। এরপর থেকে হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে সন্তানের সন্ধান পাননি। শিশু নিখোঁজের ঘটনাটি হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। পরে ওইদিনই রাতেই হাসপাতালের সিসিটিভির ফুটেজ জব্দ করে পুলিশ। একই সঙ্গে হাসপাতালের সামনে থেকে তুহিন (৩৬) নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়।
ইকবাল হোসেন মজনু/ এফআরএম/এএসএম