কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে ইরফানুল হক মাহি (১৫) নামে এক স্কুলছাত্র। শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে নিখোঁজ হয় সে।
রোববার (২১ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে। তার খোঁজে কাজ করছে পুলিশ ও সংশ্লিষ্টরা।
নিখোঁজ হওয়া মাহি কক্সবাজার শহরের টেকপাড়া কালুর দোকান (পেট্রোল পাম্পের বিপরীতে) এলাকার সিরাজুল হকের ছেলে। সে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির ছাত্র।
তার স্বজন ছাত্রলীগ নেতা আহমেদ ফরহাদ জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৯ আগস্ট কক্সবাজার সৈকত ও আশপাশের পর্যটন কেন্দ্র ভ্রমণপিপাসুদের জন্য উন্মুক্ত করে দিয়েছে সরকার। দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসার পাশাপাশি স্থানীয়রাও সৈকতের বালিয়াড়িতে আসছে। শনিবার দুপুরের দিকে বন্ধু ওয়াহিদকে সঙ্গে নিয়ে ইরফানুল হক মাহি কক্সবাজার সৈকতে যায়। বিকেলে তারা সৈকতে গোসলে নামে। হঠাৎ মাহি ও ওয়াহিদ ঢেউয়ের তোড়ে সাগরের গভীরে ভেসে যায়।
লাইফগার্ডকর্মীরা জানান, মাহি ও ওয়াহিদ সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে একসময় পানিতে ভাসতে ভাসতে সমুদ্রের গভীরে চলে যায়। তাদের ভেসে যেতে দেখে উপস্থিত লাইফ গার্ড সদস্যরা ওয়াহিদকে উদ্ধার করতে পারলেও তার বন্ধু মাহির সন্ধান পাননি।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের এসপি জিল্লুর রহমান বলেন, যেখান থেকে তারা ভেসে যায় সাগরের সেই অংশটা নদীর মতো হয়ে গেছে। তারা স্রোতের টানে নিজেদের সামাল দিতে পারেনি হয়তো। সৈকতের সুগন্ধা পয়েন্টসহ সাগরের সম্ভাব্য স্থানে নিখোঁজ কিশোরকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
সায়ীদ আলমগীর/এসজে/এমএস