দেশজুড়ে

শেরপুরে বিটিসিএলের কন্ট্রোল রুমে আগুন, টেলিযোগাযোগ বন্ধ

শেরপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ভবনের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২২ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিটিসিএলের শেরপুর শাখার সহকারী ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন বলেন, প্রাথমিকভাবে দুটি এসি, এক হাজার ইউনিট ওডিএফ মেশিন, এমডিএফর সঙ্গে সংযুক্ত সুইচ বোর্ড ক্যাবলের কিছু অংশসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কন্ট্রোল রুম বিকল হওয়ায় আপাতত সারাদেশের সঙ্গে জেলার টেলিযোগাযোগ সেবা বন্ধ।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুবল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জামালপুর জোনের উপ-মহাব্যবস্থাপক (টেলিকম) জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হবে।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/এমকেএইচ