দেশজুড়ে

সালিশ নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

টাঙ্গাইলের সখীপুরে সালিশ-বৈঠকে আপত্তিকর মন্তব্য করায় কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত স্থানীয় যুবকদের হাতে লাঞ্ছিত হয়েছেন।

ঘটনায় গত শনিবার (২১ আগস্ট) ওই চেয়ারম্যান কালিহাতী থানায় তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, সখীপুর উপজেলার কামাল হোসেন ও কালিহাতী উপজেলার পারখী গ্রামের সাঈদ সরকারের মধ্যে চাকরির টাকা লেনদেন নিয়ে বিরোধ দেখা দেয়। গত বুধবার (১৮ আগস্ট) বিষয়টি নিষ্পত্তির জন্য পারখী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার ও কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে বৈঠক হয়। ওই বৈঠকে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস নিয়ে তারিকুল ইসলাম বিদ্যুত স্থানীয় যুবকদের উদ্দেশ্যে আপত্তিকর বক্তব্য দেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে সালিশ নিষ্পত্তির পর ফেরার পথে চেয়ারম্যানের গতিরোধ করে লাঞ্ছিত করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত বলেন, কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা করেন। এ ব্যাপারে কালিহাতী থানায় তিন যুবকের নামে লিখিত অভিযোগ দিয়েছি।

ওই সালিশে উপস্থিত বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক সাঈদ সরকার বলেন, সালিশ-বৈঠকে বিদ্যুত চেয়ারম্যান যুবকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এতে যুবকরা ক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, অভিযোগ তদন্তাধীন থাকায় এ ব্যাপারে এখন কিছু বলা যাবে না।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম