টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রী হত্যার তিনদিন পর অভিযুক্ত স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলার এলাসিনের নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আলফাজ মিয়া এলাসিন ইউনিয়নের আগ এলাসিন গ্রামের মৃত রজব আলীর ছেলে।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ২০ আগস্ট আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুর থেকে স্ত্রী বানু বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি ছিলেন স্বামী আলফাজ মিয়া। সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস