বগুড়ার আদমদীঘিতে দেড় কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের রেলগেট চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মান্নান পঞ্চগড়ের চাকলা ইউনিয়নের জাহেরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান গাঁজা নিয়ে সোমবার পঞ্চগড় থেকে ট্রেনে সান্তাহার আসেন। এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেন থেকে নেমে পৌর শহরের রেলগেট চত্বরে একটি চায়ের দোকানে গাঁজা বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা স্কুলব্যাগে পলিথিনে মোড়ানো দুই পোটলায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইএ/এএসএম