দেশজুড়ে

শিমুলিয়াঘাটে লঞ্চের ধাক্কায় কর্মচারী নিহত

মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে লঞ্চের ধাক্কায় আবু তাহের জাহিদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের জাহিদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ‘এমভি মায়ের দোয়া’ নামের লঞ্চে কর্মরত ছিলেন।

মাওয়া নৌ-পুলিশের ইনর্চাজ আবু তাহের মিয়া বলেন, দুপুরে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ‘এমভি মায়ের দোয়া’ নামের লঞ্চটি শিমুলিয়া ঘাটে যাত্রী নামিয়ে পিছনে যাচ্ছিলো। এ সময় বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে আসা ‘অর্পণ’ নামের আরেকটি লঞ্চটি ঘাটে ভিড়ার সময় ধাক্কা লাগলে ঘটনাস্থলেই আবু তাহের জাহিদ মারা যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস