মা ও ছেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলায় রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে দিনাজপুর আমলী আদালত-৪ এর বিচারক শিশির কুমার বসু তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
দিনাজপুর আদালতের পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বিকেলে আসামিপক্ষের আইনজীবী অ্যাড. সাইফুল ইসলাম তিন আসামির জামিন আবেদন করেন। এসময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুজ আলী জামিনের বিরোধিতা করেন। পরে তাদের জামিন নামঞ্জুর করা হয়।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাড. সাইফুল ইসলাম বলেন, যে ধারায় মামলা করা হয়েছে তা জামিনযোগ্য অপরাধ। খুব শীঘ্রই আমরা উচ্চ আদালতে যাবো।
এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে মা-ছেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দিনাজপুর সদর উপজেলার ১০ মাইল মোড় এলাকা থেকে সিআইডির তিন সদস্যকে আটক করে দিনাজপুর জেলা পুলিশ।
এমদাদুল হক মিলন/ এফআরএম/এএসএম