খেলাধুলা

‘গ্রামে গেলে সবাই বলে, দ্যাখ মেসি আইছে’

জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার তহুরা খাতুনকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের কলসিন্দুরের অনেকেই ডাকেন মেসি বলে। মেসি সম্পর্কে যখন জানতেন না, তখন এই নামে ডাকলে বিরক্তিই হতেন তহুরা।

পরে যখন জানলেন মেসি বিশ্বের অন্যতম সেরা এক ফুটবলার, তখন থেকে তার ভক্ত হয়ে গেলেন এবং এখন কেউ ওই নামে ডাকলে খুশিই হন। দেশের নারী ফুটবলের এই স্ট্রাইকার কীভাবে মেসি নাম পেলেন শোনা যাক তার কাছ থেকে।

জাগো নিউজ: আপনাকে অনেকেই মেসি বলেন, কেমন লাগে?তহুরা খাতুন: এখন ভাল লাগে। আগে বিরক্ত হতাম।

জাগো নিউজ: বিরক্ত হতেন কেন?তহুরা খাতুন: যখন গ্রামে খেলেছি তখন বল পেলেই অনেকে বলতেন, ওই যে মেসির পায়ে বল। তখন জানতাম না মেসি কে? ভাবতাম মেসি কে, আমাকে বলে কেন? যখন মেসি সম্পর্কে জানলাম, তখন থেকে তো তার ভক্তই হয়ে গেলাম।

জাগো নিউজ: এখন তো জাতীয় দলের খেলোয়াড়, বেশিরভাগ সময় থাকেন ঢাকায়। গ্রামে গেলে কি কেউ এখন মেসি বলে ডাকে?তহুরা খাতুন: হ্যাঁ, অনেকে বলেন, দ্যাখ মেসি আইছে। কেউ বলে- এইটা মেসি না? আমার মাকেও অনেকে বলেন, মেসির মা। হা হা হা।

জাগো নিউজ: কিছুদিন আগে নারী লিগ শেষ হয়েছে। এবার কেমন খেললেন, কয়টা গোল করেছেন?তহুরা খাতুন: এবারের লিগে বেশি ম্যাচ খেলা হয়নি। গোল করেছি মাত্র ৬টা।

জাগো নিউজ: সামনে জাতীয় দলের খেলা আছে নেপাল ও উজবেকিস্তানে। লক্ষ্য কী?তহুরা খাতুন: যখনই খেলি, গোলের চেষ্টা করি। মাঠে নামলে গোল করার চেষ্টাই থাকবে।

জাগো নিউজ: ধন্যবাদ।তহুরা খাতুন: আপনাকেও ধন্যবাদ।

আরআই/আইএইচএস/এমকেএইচ