জাতীয়

বিচারপতির ছেলে আসিফের জামিন স্থগিত

প্রাক্তন এক বিচারপতির ছেলে আসিফ আদনানের হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ৩১ ডিসেম্বর পর্যন্ত এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে।রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ওই সময়ের মধ্যে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করতেও বলা হয়েছে।আদালতে আসিফ আদনানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।প্রসঙ্গত, প্রাক্তন ওই বিচারপতির ছেলে আসিফ আদনান জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এর সন্দেহভাজন সদস্য হিসেবে কারাগারে আটক রয়েছেন।