কুড়িগ্রামে দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার হয়েছেন কাজী আজানুল হক (৬৫) নামের এক আসামি। তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
রোববার (২৯ আগস্ট) ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকার মৃত কাজী আনোয়ারুল হকের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ১৯৯৪ সালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হিসেবে কর্মরত ছিলেন কাজী আজানুল হক। দায়িত্ব পালনকালীন চাল ও গম আত্মসাতের অভিযোগে বালিয়াডাঙ্গী থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাকে ১৬ বছরের সাজা দেন আদালত। তবে মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন কাজী আজানুল হক। রোববার অভিযান চালিয়ে ভুরুঙ্গামারী ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুদ রানা/এসআর/এমকেএইচ