দেশজুড়ে

নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি জিএম নজরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (২৯ আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লোহাগড়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানকে আটক করেছে পুলিশ।

আহত নজরুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভায় অংশ নিতে জেলা শহরে যাবার সময় পথে মানিকগঞ্জ বাজারে পৌঁছালে টিপু সুলতানসহ বেশ কয়েকজন মোটরসাইকেলে করে গতিরোধ করে হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এ হামলার ঘটনা ঘটেছে।

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম