দেশজুড়ে

অবশেষে এইচএসসির ফরম পূরণ করলেন সেই ছাত্র

অবশেষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করলেন আত্মহত্যার হুমকি দেয়া কলেজছাত্র তানভীন ইসলাম।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে তার ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন হয়।

তানভীন ইসলাম বলেন, ‘আমি পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে পড়াশুনা করে যাচ্ছি। প্রত্যাশিত ফলাফল আসবে বলে আশা করছি।’

এর আগে রোববার (২৯ আগস্ট) বিকেলে ‘এইচএসসি পরীক্ষা দিতে না পারলে আত্মহত্যা করবেন’ উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর আবেদনপত্র দেন ওই ছাত্র।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, করোনার সময় দীর্ঘদিন অসুস্থ থাকায় অনলাইনে ক্লাস করতে পারেননি তিনি। তাই এইচএসসি পরীক্ষায় যেনো তাকে অংশগ্রহণ করতে দেয়া হয় সেজন্য অনুরোধ করতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ কলেজে যান তার বাবা। তবে কলেজ থেকে তার বাবাকে অপমান করা হয়। অনলাইন ক্লাসে অনুপস্থিতি এবং বাবার সঙ্গে তর্কের জেরে তার ফরম পূরণ বাতিল করেন কলেজ অধ্যক্ষ।

এস কে শাওন/এফআরএম/জেআইএম