দেশজুড়ে

৯ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে সাড়ে নয় কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টায় মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মহাস্থান নামাপাড়া এলাকার কুরু ফকিরের ছেলে লেবু মিয়া (৩৪) ও তার স্ত্রী সিমা আক্তার (২৮) এবং মহাস্থান পাথরপাড়া এলাকার কামাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া একটি দল নিয়ে উপজেলার গড় মহাস্থান নামাপাড়া এলাকার লেবু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় সাড়ে নয় কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এসআর/জেআইএম