দেশজুড়ে

বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয় নাটোরের মাঝি আরজুকে

নাটোরে নারীঘটিত বিরোধের জের ধরে নৌকার মাঝি আরজু ফকিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, তিন বন্ধু মিলে তাকে হত্যা করে বিলের পানিতে মরদেহ ফেলে দেয়। এ ঘটনায় রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে ১২টায় গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রাম থেকে বাইজিদ বোস্তামী (১৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আটক বাইজিদ বোস্তামী (১৮) গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি গ্রামের নাসির বোস্তামীর ছেলে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।

এর আগে রোববার (২৮ আগস্ট) নিখোঁজের দুদিন পর বিলসা গ্রামের একটি বিল থেকে নৌকার মাঝি আরজু ফকিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ৭ থেকে ৮ মাস আগে নারীঘটিত বিষয়ে বাইজিদ ও তার দুই সহপাঠীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিশোধ নিতে বিলসা বিলে পিকনিকের কথা বলে আরজু ফকিরের নৌকা ভাড়া করে বাইজিদ বোস্তামী ও তার দুই বন্ধু। নৌকাটি বিলের কাছে পৌঁছালে রশি দিয়ে আরজুকে নৌকার কাঠের সঙ্গে বেঁধে ফেলেন তারা। পরে কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে আরজুর মৃত্যু হলে মরদেহ বিলে ফেলে দেন বাইজিদ ও তার বন্ধুরা।

রেজাউল করিম রেজা/ এফআরএম/আরএইচ/এমএস