মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে রান্নাঘরের ধোঁয়া যাওয়ায় প্রতিপক্ষের হামলায় খাদিজা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভিটি মালদা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত এক নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত খাদিজা বেগম ওই গ্রামের মুক্তার বেপারীর স্ত্রী। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
আটককৃতরা হলেন- রমজান আলী, আল-ইসলাম, বকুল বেগম, অভি ছৈয়াল ও আনোয়ার ছৈয়াল।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভিটি মালদা গ্রামের মুক্তার বেপারীর সঙ্গে প্রতিবেশী রমজান বেপারীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। পূর্ব বিরোধের জের ধরে ও রান্না ঘরের ধোঁয়া যাওয়া নিয়ে মুক্তার বেপারীর বাড়িতে হামলা চালায় রমজান, আলি ইসলাম, আনোয়ার, অভি, বকুল বেগমসহ কয়েকজন। এসময় মুক্তার বেপারীর স্ত্রী খাদিজা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম বলেন, এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেফতারের পর সোমবার আদালতে তোলা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম