দেশজুড়ে

পাঁচবিবিতে কষ্টিপাথরের মূর্তিসহ চোরাকারবারি আটক

চোরাই পথে ভারতে কষ্টিপাথরের মূর্তি পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী সীমান্ত থেকে খানো ফকির (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

এ সময় তার কাছ থেকে কষ্টিপাথরের তিনটি ভাঙা মূর্তি উদ্ধার করা হয়। খানো ফকির উপজেলার উচাই পাথরঘাটা এলাকার মৃত হুজুর আলী ফকিরের ছেলে।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবির পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার শিমুলতলী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরের তিনটি ভাঙা মূর্তিসহ খানো ফকিরকে আটক করা হয়। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আটককে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

রাশেদুজ্জামান/এআরএ/এমএস