পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আছাদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির সাক্ষ্য-প্রমাণ দিলেন একই ইউনিয়নের আটজন মেম্বার।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনার সমন্বিত কার্যালয়ে মেম্বারদের সাক্ষ্যগ্রহণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত বছরের ২৭ ফেব্রুয়ারি চেয়ারম্যান আছাদুর রহমানের বিরুদ্ধে নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেন। তারা লিখিতভাবে পাবনা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ের উপপরিচালক ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছিলেন।
মেম্বারদের অভিযোগ, গত চার বছরে অনিয়ম করে চেয়ারম্যান বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। তারা চেয়ারম্যানের বিচার দাবি করেন।
অভিযোগ করা মেম্বাররা জানান, তারা চেয়ারম্যান ও তার অনুসারীদের ভয়ে দুর্নীতি-অনিয়ম বিষয়ে কেউ মুখ খুলতে পারেন না। বাধ্য হয়ে সব মেম্বাররা একজোট হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছেন।
তবে মেম্বারদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান আছাদুর রহমান। তিনি বলেন, ‘বিরোধীপক্ষ ষড়যন্ত্র করে মেম্বারদের দিয়ে বিভিন্ন অভিযোগ করিয়েছেন। সুষ্ঠু তদন্তে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।
দুদকের সমন্বিত কার্যালয় পাবনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযোগকারী খানমরিচ ইউপি সদস্যদের বক্তব্য গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে খানমরিচ ইউপি চেয়ারম্যানের বক্তব্য গ্রহণ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আমিন ইসলাম/এএএইচ