সিডনির রোজল্যান্ড এলাকায় বসবাসরত আনোয়ারুল আলম (বিজু) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মরহুমের মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি অত্যন্ত শান্ত ও বিনয়ী ছিলেন বলেন জানান প্রবাসীরা।
আনোয়ারুল আলম (বিজু) মৃত্যুকালে স্ত্রী ও তিন কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে ২০ আগস্ট সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বায় প্রথম বাংলাদেশি হিসেবে করোনায় মারা যান খন্দকার জুলফিকার। ছেলের বাসায় বাংলাদেশ থেকে বেড়াতে এসেছিলেন তিনি।
এমআরএম/এএসএম