দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. রুমেল মিয়া (৩২) নামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতর করেছে পুলিশ।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুমেল শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে।

ওসি অজয় চন্দ্র দেব জানান, এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এএইচ/জিকেএস