দেশজুড়ে

কালীগঞ্জে নির্মিত হচ্ছে ঈশা খাঁর সমাধি স্তম্ভ

বাংলার ইতিহাসের বারো ভুঁইয়া বা বারোজন জমিদারের মধ্যে অন্যতম বীর ঈশা খাঁর অরক্ষিত সমাধিস্থল যথাযথভাবে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ১০ লাখ টাকা ব্যয়ে আধুনিক সমাধি স্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক।

জানা গেছে, উপজেলা পরিষদের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে কালীগঞ্জ উপজেলা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে সাড়ে ১৭ ফুট উচ্চতা এবং ২৪ ফুট প্রস্থের লাল সিরামিক ইট দিয়ে প্রাচীন নির্মাণ কৌশলসমৃদ্ধ একটি আধুনিক স্থাপত্যশৈলীর সমাধি স্তম্ভ নির্মাণ করা হবে।

বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ বলেন, ৩০-৩৫ বছর আগে প্রত্নতত্ত্ব বিভাগ বক্তারপুর পুরোনো দিঘির পশ্চিমে পাড়ে থাকা কবরটি ঈশা খাঁর সমাধি বলে চিহ্নিত করে। পরে লোকজন বেড়া দিয়ে কবরটি সংরক্ষণের চেষ্টা করে। এরপর ২০০৪ সালে উপজেলা প্রশাসন দেয়াল তুলে কবরটি ঘিরে দেয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কবরটি সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, কয়েক মাস আগে গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম ঈশা খাঁর সমাধিস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সমাধিস্থলে যাওয়ার মাটির সড়কটি সংস্কার করার নির্দেশ দেন। পরে প্রায় নয় লাখ টাকা ব্যয়ে সমাধি স্থানে যাওয়ার সড়কটি ১০ ফুট প্রশস্ত করে সংস্কার করে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে উপজেলা প্রশাসন। এখন সমাধি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক বলেন, বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর অরক্ষিত সমাধি স্থানটি (কবর) যথাযথভাবে সংরক্ষণ করতে গাজীপুরের জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা পরিষদের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে সমাধি স্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে।

আব্দুর রহমান আরমান/এমএসএম/এমকেএইচ