সুন্দরবনের খালে বিষ ঢেলে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বনের কুনচির খাল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- খুলনার কয়রা থানার পূর্ব ঘড়িলাল গ্রামের শুকচাঁদ মোল্লার ছেলে আমিরুল মোল্লা, একই গ্রামের আক্কাস খানের ছেলে আবুল কালাম ও জলিল মোল্লার ছেলে আব্দুর রহমান মোল্লা।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় নদীতে বিষ প্রয়োগে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। এ সময় একটি নৌকা, তিনটি জাল ও এক বোতল বিষসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়। আটকদের মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস