দেশজুড়ে

কোমরে মিলল কোটি টাকার হেরোইন, কারাগারে যুবক

নাটোর সরদ উপজেলায় ১ কেজি ২৯০ গ্রাম হেরোইনসহ মো. মাসুম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতার মাসুম বগুড়ার কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

র‍্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‍্যাব-৫ এর একটি দল নাটোর সদর উপজেলার বাবুর পুকুরপাড় এলাকার বনলতা ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট পরিচালনা করে। রাত সাড়ে ৮টার দিকে মাছরাঙ্গা পরিবহনের একটি বাসের গতিরোধ করা হয়। এ সময় বাসের দরজা দিয়ে নেমে পালানোর চেষ্টাকালে মাসুমকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোমর থেকে ১ কেজি ২৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটক মাসুমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রোববার কারাগারে পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/এসজে/জিকেএস