খুলনার দাকোপ উপজেলার গুনারী মিস্ত্রিপাড়া এলাকা থেকে বিরল প্রজাতির দুটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
রোববার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তক্ষক দুটি উদ্ধার করা হয়। এ সময় তক্ষক পাচারের সঙ্গে জড়িত মৃত্যুঞ্জয় মিস্ত্রি (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি গুনারী গ্রামের অরবিন্দু মিস্ত্রির ছেলে।
উদ্ধার তক্ষক দুটির মধ্যে একটির ওজন ৩৬৫ গ্রাম এবং দৈর্ঘ্য ১৬ ইঞ্চি। অপরটির ওজন ৩৫৫ গ্রাম এবং দৈর্ঘ্য ১৪ ইঞ্চি। প্রাণী দুটির মূল্য দুই কোটি ১৬ লাখ টাকা বলে দাবি করেছেন কোস্টগার্ড কর্মকর্তারা।
সোমবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উদ্ধার তক্ষক ও আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।
আলমগীর হান্নান/এসআর/জেআইএম