অর্থনীতি

ডিএসইতে প্রথম কার্যদিবসে লেনদেন বেড়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন গত বৃহস্পতিবারের থেকে কিছুটা বেড়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৭৫৩ কোটি ০২ লাখ ৪২ হাজার ৬৪২ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি ৪৫ লাখ টাকা বেশি। মোট ৩০৩টি কোম্পানির ১৫ কোটি ২৮ লক্ষ ৩৯ হাজার ৬০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের ২০ দশমিক ৫৬ পয়েন্ট  কমে ৪ হাজার ৯৬৩ দশমিক ৮৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭ হাজার ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৫২ দশমিক ৬৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ সূচক ৭ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩০৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের।লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো-ডেসকো লিঃ, যমুনা অয়েল, ওয়েস্টার্ন মেরিন, অলিম্পিক ইন্ডাঃ, আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ার, অরিয়ন ইনফিউশনস, বরকতউল­াহ ইলেকট্রনিক্স, এমজেএল বিডি ও বিবিএস।দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-সোনালী আঁশ, কোহিনুর কেমিক্যাল, ওয়েস্টার্ন মেরিন, আনোয়ার গ্যালভানাইজিং, ফার্মা এইড, অ্যাম্বী ফার্মা, শাহাজীবাজার পাওয়ার, ওয়াটা কেমিক্যাল, যমুনা অয়েল ও শমরিতা হাসপাতাল।  অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-অরিয়ন ইনফিউশনস, রহিম টেক্সটাইল, রহিমা ফুড, তাল­ু স্পিনিং, সুহৃদ টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, এলআর গ্লোবাল মি. ফা.-১, এমআই সিমেন্ট, হাওয়া ওয়েল টেক্সটাইল ও ফু-ওয়াং সিরামিকস।