দেশজুড়ে

ব্যবসা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে মাসুম সরকার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বসুরচর গ্রামে এ ঘটনায় ঘটে। নিহত মাসুম উপজেলার বসুরচর গ্রামের খলিলুর রহমান সরকারের ছেলে।

এ ঘটনায় বুধবার সকালে মাসুম সরকারের স্ত্রী কাকলী বাদী গজারিয়া থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই মাসুম সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় ছোট ভাই মো. হৃদয় সরকার। মঙ্গলবার রাত ৮টার দিকে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায় হৃদয় ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাসুমের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জাগো নিউজকে জানান, ঘটনায় অভিযুক্ত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম