দেশজুড়ে

করোনা সংক্রমণ কিছুটা কমলেও আবার বাড়তে পারে: পরিকল্পনামন্ত্রী

আমি নিজেও মাস্ক ব্যবহার করতে পারিনা। কিন্তু জীবন বাঁচাতে এটি ব্যবহার করতে হয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মানান্ন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ কিছুটা কমলেও সেটি যে কোনো সময় আবার বাড়তে পারে। যে কয়েকদিন দেশে করোনা আছে এসময় সবাইকে নিয়মিত মাস্ক ব্যবহার ও বার বার হাত ধোয়ার অনুরোধ জানান।

জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ জাকির হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করোনা সিন্দু চৌধুরী বাবুল, শাকির আলী ও অনামিকা আক্তার বক্তব্য রাখেন।

সংস্কৃতিকর্মী দেওয়া গিয়াস চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে ১৫২ জন শিক্ষার্থীকে নগদ পাঁচহাজার করে টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।

লিপসন আহমেদ/আরএইচ/এএসএম