চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে কৃষকের প্রায় ৩’শ শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের হাউসনগর কৃষক বাবুল আলীর জমিতে এ ঘটনা ঘটে।
এ নিয়ে শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভুক্তভোগী কৃষক বাবুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ৭ বছর ধরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চাকপাড়া গ্রামের আফসার আলীর ৪ বিঘা জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলেন বাবুল ইসলাম।
জমিতে প্রায় ৩’শ শিমগাছসহ বেগুন ও বড়ই গাছের বাগান গড়ে তোলেন। কিন্তু শুক্রবার সকালে বাবুল ইসলাম লিজ নেওয়া জমিতে গিয়ে দেখতে পান প্রায় ৩’শ শিমগাছসহ বেশকিছু বেগুন গাছ কাটা অবস্থায় পড়ে আছে।
এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক বাবুল ইসলাম। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে কেউ গাছগুলো কেটে ফেলেছে।
এ বিষয়ে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এমআরএম/এএসএম