বাংলাদেশ স্বাস্থ্যসেবায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনার ফলেই গণটিকার কার্যক্রম সম্ভব হয়েছে। বিশ্বে অনেক দেশ যখন করেনা সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ বিনামূল্যে সফলতার সঙ্গে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কামরুন্নেছা আশরাফ দীনা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।
এইচ এম কামাল/এএইচ/এএসএম