বগুড়ার শিবগঞ্জে কাভার্ডভ্যানচাপায় মুক্তার সরকার (১২) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর এলাকার দুলা সরকারের ছেলে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ। চালক ও সহকারী পালিয়ে গেছেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, একটি অটোভ্যানকে রংপুর থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের মুক্তার ছিটকে সড়কে পড়ে গেলে ওই কার্গোভ্যানটি তাকে চাপা দেয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/এএসএম