দেশজুড়ে

শিশুকে দুই দফায় বলাৎকারচেষ্টা, যুবক গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে বলাৎকারচেষ্টার ঘটনায় সেলিম মিয়া (৩৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার চোপীনগর ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় শিশুর মা শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার সেলিম মিয়া চোপীনগর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় একটি গরুর খামারে শ্রমিকের কাজ করেন।

শিশুটির মা জানান, তার স্বামী একজন রংমিস্ত্রি। কাজের প্রয়োজনে বেশির ভাগ সময় বাইরে থাকেন তিনি। শনিবার বিকেল তিনটার দিকে তার ছেলে বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় খামার শ্রমিক সেলিম মিয়া শিশুটিকে একা পেয়ে বলাৎকারের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার দাদি ও চাচি ঘর থেকে বের হয়ে এসে সেলিমকে হাতেনাতে ধরে ফেলেন।

তিনি আরও জানান, এর আগেও গত আগস্ট মাসে একবার তার ছেলেকে বলাৎকারের চেষ্টা করেছিলেন সেলিম মিয়া। সে সময় বিষয়টি তেমন গুরুত্ব দেওয়া হয়নি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ওই যুবককে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এমআরআর