চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে পাট জাগ দিতে গিয়ে আলম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর হাজার বিঘী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা জিল্লার রহমান জানান, শনিবার বিকেলে নদীতে পাট জাগ দিতে গিয়েছিলেন আলম। রাত হলেও বাড়ি না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও না পেয়ে পাগলা নদীতে গেলে আলমের মরদেহ নদীর পাড়ে পড়ে থাকতে দেখেন তারা।
তিনি আরও জানান, স্বজনরা ধারণা করছেন হৃদরোগে আক্রান্ত হয়ে কোনো এক সময় তিনি মারা গেছেন।
শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
সোহান মাহমুদ/এসজে/এমএস