সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে পানিতে ডুবে হানিফ মিয়া (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিরাই উপজেলার নাচনী গ্রামের পাশে এ ঘটনা ঘটে। মৃত যুবক হানিফ মিয়া শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের মারজেল হোসেনের ছেলে।
নৌকায় থাকা কয়েকজন বলেন, আমরা একসঙ্গে ইঞ্জিনচালিত নৌকায় মোবাইল বাজার থেকে দিরাই নিজ বাড়ির রওনা দিয়েছিলাম। কিন্তু হঠাৎ চলন্ত নৌকার একপাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হানিফ মিয়া নামের ওই তরুণ পানিতে পড়ে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে নৌকার মাঝিসহ কয়েকজন পানিতে ঝাঁপ দিয়ে তাকে খুঁজতে থাকে। ঘণ্টাখানেক পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিরাই উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান ওই তরুণ।
লিপসন আহমেদ/এসজে/জিকেএস