নোয়াখালীর হাতিয়ায় ২৫টি দেশীয় অস্ত্রসহ (বগি-দা) সাখাওয়াত হোসেন ও নাহিদুল হক নামে দুইজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জাহাজমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের তালুকের মুদি দোকানের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটক সাখাওয়াত হোসেন (৪৫) জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের জাবের হোসেনের ছেলে ও নাহিদুল হক (৪৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার ভন্ডবিল গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম অস্ত্র উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তালুকের মুদি দোকানের পশ্চিমপাশে পাকা রাস্তার ওপর থেকে জাহাজমারা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম পাটোয়ারী অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ ওই দুইজনকে আটক করেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর হাতিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার জন্য এসব অস্ত্র আনা হচ্ছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/ইএ