দেশজুড়ে

গোপালগঞ্জে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমির হামজা (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আবু নাইম মো. মোফাজ্জেল হক বলেন, দুপুরে মোটরসাইকেলে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে কাশিয়ানীর ফুকরা এলাকার বাড়িতে যাচ্ছিলেন আমির হামজা। পথে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করে।

মেহেদী হাসান/আরএইচ/জেআইএম