গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পর একজন সেক্টর কমান্ডারকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি গুলি ছুড়েছেন কি না, তার কবরে লাশ আছে কি না, এসব কথা বলে দেশের মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করা হচ্ছে।
জোনায়েদ সাকি বলেন, দেশে প্রায় ৬০০ ব্যক্তিকে গুম করা হয়েছে। জনগণের মাঝে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে বারবার ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা নিশ্চিত করছে আওয়ামী লীগ। দেশে ভোট নেই তাই সরকারের জবাবদিহিতাও নেই। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় সঞ্চয় ভেঙে খাচ্ছে মধ্যবিত্তরা। সব মিলিয়ে দেশে ভয়াবহ একটি পরিস্থিতি চলছে।
গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে ‘ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলুন’ শিরোনামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
সংগঠনটির ফেনীর আহ্বায়ক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ কায়কোবাদ সাগরের সভাপতিত্বে মঙ্গলবার রাতে একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
জেলা শ্রমজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. লিটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ভাসানী ন্যাপের চেয়ারম্যান মাস্টার গিয়াস উদ্দিন ভূঞাঁ, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, কুমিল্লা জেলার আহ্বায়ক এমরান জুলকারনাইন ইমন।
নুর উল্লাহ কায়সার/এমএইচআর