মানিকগঞ্জে কৃষক হত্যার দায়ে মো. আজাদ (৩৫) নামের এক যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. আজাদ মানিকগঞ্জ শহরের আন্ধারমানিক গ্রামের আজাহার আলীর ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মথুর নাথ সরকার মামলার বরাত দিয়ে বলেন, ২০১৪ সালের ১২ জানুয়ারিতে কালী চরণ (৭০) নামের ওই কৃষককে ক্ষেতে কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার হাত কেটে পালানোর সময় স্থানীয়রা আজাদকে আটক করে পুলিশে দেন। ওই দিনই নিহতের ছেলে গোপাল মণ্ডল বাদী হয়ে মামলা করেন। পরে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
আদালত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেন। এসময় তাকে আরও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন। রায় ঘোষণার সময় আজাদ আদালতে উপস্থিত ছিলেন।
বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস