করোনাভাইরাস শনাক্তে দেশে নমুনা পরীক্ষার সংখ্যা ৯৫ লাখ ছাড়িয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮১০টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৫ লাখ ২৭ হাজার ১৫০টি।
Advertisement
এর মধ্যে সরকারি ল্যাবরেটরিতে ৬৭ লাখ ৪৯ হাজার ১৯টি এবং বেসরকারি ল্যাবরেটরিতে ২৩ লাখ ৬৯ হাজার ৮২৪টি নমুনা পরীক্ষা করা হয়।
বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে দেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা শুরু হয়।
Advertisement
শুরুর দিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) একটি আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার কাজ করা হয়।
পরে সরকারি-বেসরকারি পর্যায়ে সারাদেশে মোট ৮১০টি ল্যাবরেটরি স্থাপিত হয়। এর মধ্যে ১৪৫টি আরটিপিসিআর, ৫৫টি জিন এক্সপার্ট ও ৬১০টি র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এমইউ/এমএইচআর/এএসএম
Advertisement