দেশজুড়ে

নাতির ভ্যানে বাড়ি ফেরা হলো না নানির

সাতক্ষীরায় নাতির ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম (৬০) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের নাতি ভ্যানচালক মাসুদ রানা (২৭)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের কুল্যার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, জাহানারা বেগম নাতি মাসুদ রানার ভ্যানে করে মেয়ের বাড়ি সাতক্ষীরার শুকদেবপুর থেকে দেবহাটা উপজেলার শিমুলবাড়িয়ায় যাচ্ছিলেন। কুল্যার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ভ্যানের আরোহী জাহানারা বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক মাসুদ রানাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাসচালক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

আহসানুর রহমান রাজীব/এফআরএম/এমএস