নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্নীতির অভিযোগে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রার মো. কাউছার খান বিষয়টি নিশ্চিত করেন।
তারা হলেন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, দলিল লেখক মো. সাজ্জাদ পারভেজ, মো. জাকারিয়া জাকির, মো. কাজল ঢালী ও আশরাফুল কবির মানিক।
জেলা রেজিস্ট্রার অফিস জানায়, ২০১৯ সালে তৎকালীন সাব-রেজিস্ট্রার সফিউল বারী কর্মরত থাকার সময় একটি হেবা বেল এওয়াজ দলিল রেজিস্ট্রি হয়। এতে ছয় লাখ টাকা রাজস্ব হারায় সরকার। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি দুর্নীতি দমন কমিশনের নজরে আসে। পরে দুর্নীতি দমন কমিশন আইজিআরকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। পরে তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে ২৬ সেপেটম্বর নিবন্ধন অধিদপ্তর ঢাকা বিভাগের রেজিস্ট্র অফিস সমুহের পরিদর্শক শেখ মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের সাময়িক বহিষ্কার করেন। অভিযুক্তদের চিঠি প্রাপ্তির ১৫ দিনের মধ্যে জবাব জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিতে বলা হয়।
আড়াইহাজারের সাব রেজ্রিস্ট্রার মো. কাউছার খান বলেন, অভিযুক্তদের হাতে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।’
চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে আড়াইহাজার উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা আপিল করবো।’
এএইচ/এএসএম